সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রাক্তন ছাত্র/ছাত্রীদের এক সভায় ২৫ ফেব্রয়ারী ২০১৮ তারিখে ঢাকা আহ্ছানিয়া মিশনের হেলথ সেক্টরের সভা কক্ষে ২৫ সদস্য বিশিষ্ট কেবিএ কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের এড-হক কমিটি গঠন করা হয়েছে। এড-হক কমিটির আহবায়ক হিসেবে মনোনিত হয়েছে কেবিএ কলেজের প্রক্তন ছাত্র জনাব ইকবাল মাসুদ, যুগ্ম- আহবায়ক জনাব প্রবীর দত্ত, সদস্য সচিব জনাব মাজহারুল আনোয়ার, যুগ্ম-সদস্য সচিব রিয়াজুল ইসলাম এবং কমিটির সদস্য হিসেবে মনোনিত হয়েছে ড. মো: আলমগীর কবির, শুভ, ইমরান রেজা, আলম পারভেজ, ইমরান, মো: আমিন, মো: মোহাসিন আলী, মাহাবুব বিল্লাহ্, তারিকুল ইসলাম, ফারুক হোসেন, মাসুদ রানা, আবির হোসেন, শরিফুল ইসলাম বাপ্পি, মো: সালাউদ্দিন, শাহীন, আল ইমরান টগর, সাহিদুল ইসলাম, হাসান মুরাদ, কবির হোসেন, মুরাদ হোসেন, আলমগীর কবির, ও আনোয়ার হোসেন।
সভায় আগত বিভিন্ন ব্যাচের ছাত্র ও ছাত্রীরা কলেজ জীবনের স্মৃতিচারণ করেন ও অনুভূতি প্রকাশ করেন। সভায় উপস্থিত সকলে শিক্ষকদেও প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং কলেজের সমৃদ্ধি কামনা করেন। এড-হক কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন, ঈদ উল ফেতরের পরের দিন কলেজ প্রঙ্গনে গেট-টুগেদার অনুষ্ঠান, স্মরণিকা প্রকাশ, কলেজ প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। উল্লেখ্য যে, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ও সখিপুর ইউনিয়ান পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মজিদ ১৯৮৫ সালে দেবহাটাবাসীর সহযোগিতায় খানবাহাদুর আহছানউল্লা কলেজ প্রতিষ্ঠা করেন। বর্তমানে কলেজে সাত টি বিষয়ে অনার্স কোর্সসহ দুই হাজার ছাত্র/ছাত্রী অধ্যায়ন করেন। এছাড়া সম্প্রতি প্রধাণমন্ত্রী কার্যালয় কর্তৃক কলেজটি সরকারী করনের জন্য তালিকা ভূক্ত হয়েছে।
Secretariat: House: 152, Block : Ka, Road: 06, PC Culture Housing Society, Shyamoli, Dhaka-1207
01714088968
Email: kbacexsa@gmail.com